গত বুধবার কসবা থানার কাছে দক্ষিণ কলকাতা ল কলেজে এক তরুণী ছাত্রীকে জোর করে ধর্ষণ করে প্রাক্তন
টিমিসিপির ছাত্র নেতা এবং অন্য দুই জন পড়ুয়া । তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দুই জন কে ,এবং রাতের মধ্যেই তিনজন কে গ্রেপ্তার করা হয় । পুলিশ ন্যায় সংহিতার ৭০(১) ,১২৭ (২) এবং ৩(৫) ধারা তে মামলা রুজু করেছে ।শুক্রবার ধৃতদের ধরা হলে ,তাদের কোর্টে তোলা হলে বিচারক তাদের ১ লা জুলাই অব্দি পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।