হিডকো সূত্রের খবর ,কোল ইন্ডিয়ার সিএস আর প্রকল্পের মাধ্যমে তারা হিডকো কে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত বাস দিয়েসিলো, নিউ টাউন এরিয়া তে পরিষেবা দেওয়ার জন্য ।বাসের মূল্য ধরা হয়েছিল যে কোনো দূরত্বের জন্য ২০ টাকা । নিউটোনের আবাসিক সংগঠনের তরফে সমীর দাসগুপ্ত জানান ,হিডকোর ওই বাস গুলি চোখে দেখা যায়না ,তবে এটা চড়লে তারা নিউ টাউনের বিভিন্ন কোনো এলাকা তে যেতে পারে । কলকাতার মত অটো ও টোটোর চাপে এই বাস স্ট্যান্ড দেখা যায় না ।