আজ এজবাস্টন য়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল । গতকাল সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন শুভমন গিল জানান বুমরাহ ভাই কে অবশ্যই পাওয়া যাবে এই টেস্ট য়ে ।বুমরাহ কে তিনটের বেশি টেস্ট য়ে আমরা পাবো না তবে বিকল্প রেডি আছে, তবে আমাদের লক্ষ্য সবসময় ইংল্যান্ডের ২০ টি উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়া ।প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস য়ে একজন স্পিনারের অভাব বোধ করেছি ।