আইএসএলের সেমিফাইনালে জিতলো গোয়া এফসি

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  আইএসেলের  সেমিফাইনালের দ্বিতীয় লীগের খেলায় গোয়া  এফসি হারালো মুম্বাই এফসি কে ৫-১ গোলে । এই দিনের এই একপেশে খেলায় জোড়া  গোল  করেন সেনেগালের  খেলোয়াড় মোরতাদা  ফল ,বাকি  তিনটি গোল  করেন জ্যাকি চাঁদ ,ফেরান  করমিনাস  এবং ব্রেন্ডন ফার্নান্দেজ ।উল্লেখ্য  গ্রুপ  পর্বের  খেলা  তেও  গোয়া দুই বার হারিয়েছিল মুম্বাই এফসি কে ।