সড়ক পরিবহন মন্ত্রকের ভাড়া বৃদ্ধির নির্দেশে লাভবান হতে চলেছে আপ সংস্থা গুলি ।চাহিদা বেশি থাকলে মূল ভাড়ার ১.৫ গুনের জায়গা তে দুই গুন্ তারা নিতে পারবে ।অবশ্য কম চাহিদা সময়ে তা হবে মূল ভাড়ার নূন্যতম ৫০%। মূল ভাড়া নেওয়া হবে ৩ কিমি অব্দি, যা রাজ্য সরকার নির্ধারণ করবে ।চালক অথবা যাত্রী কারণ ছাড়া যাত্রা বাতিল করলে জরিমানা ভাড়ার ১০% সর্বোচ্চ ১০০ টাকা অব্দি । যাত্রীর অভিযোগ সোনা জন্য ২৪ ঘন্টা খোলা থাকবে কল সেন্টার ।