গতকাল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনে ১৫১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৫৮৭ রান করে ।অধিনায়ক হিসাবে গিল সর্বোচ্চ রান করেন ২৬৯। তার আগে এই রেকর্ড টি ছিল বিরাট কোহলির ২৫৪* নট আউট । তার পরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৭৭ রান করেন ৩ উইকেটের বিনিময়ে ।ক্রিজে আছেন রুট ১৮ এবং ব্রুকস ৩০।