গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬৮.১ ওভার বল করে ভারত ২৭১ রানে ইংল্যান্ডের সকল কে আউট করে দেয় ।আকাশদ্বীপ ৯৯ রানে ছয়টি উইকেট নেন । সিরাজ ,কৃষ ,জাদেজা ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন ।প্রথম ইনিংস য়ে ডাবল সেঞ্চুরি ও পরের ইনিংস য়ে সেঞ্চুরি করে ম্যান অফ দি ম্যাচ হন ,এবং বিদেশের মাঠে ইটা রানের দিক দিয়ে সব থেকে বড় জয় । এজবাস্টনেও প্রথম বার ভারত জিতলো ।