খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য শিক্ষা দফতর সূত্রের খবর আগামী লোকসভা ভোটের মুখে , রাজ্যের বেশ কয়েক হাজার প্রাথমিক স্কুল কে দোলনা উপহার দিচ্ছে স্কুল শিক্ষা দফতর ,এই রাজ্যে ৫০ হাজারের ও বেশি প্রাথমিক স্কুল রয়েছে । সেই সব স্কুল কেই শিক্ষা দফতর দোলনা উপহার দিচ্ছে যেই সব স্কুলের নিজেদের খেলার মাঠ আছে এবং তা পাঁচিল দিয়ে ঘেরা আছে । নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ভোটের মুখে এই ভাবে দোলনা দেয়া কে “চমক “বলে ব্যঙ্গ করেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...