খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য শিক্ষা দফতর সূত্রের খবর আগামী লোকসভা ভোটের মুখে , রাজ্যের বেশ কয়েক হাজার প্রাথমিক স্কুল কে দোলনা উপহার দিচ্ছে স্কুল শিক্ষা দফতর ,এই রাজ্যে ৫০ হাজারের ও বেশি প্রাথমিক স্কুল রয়েছে । সেই সব স্কুল কেই শিক্ষা দফতর দোলনা উপহার দিচ্ছে যেই সব স্কুলের নিজেদের খেলার মাঠ আছে এবং তা পাঁচিল দিয়ে ঘেরা আছে । নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ভোটের মুখে এই ভাবে দোলনা দেয়া কে “চমক “বলে ব্যঙ্গ করেন ।