আগামীকাল লর্ডসের সবুজ পিচে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট । এক এক অবস্থায় থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট যা খুব গুরুত্বপূর্ণ । বিশেষজ্ঞরা মনে করছেন সবুজ পিচে বল খুব মুভ করবে । ভারতীয় কোচ গম্ভীর সকালের অনুশীলনের শুরুতেই বাকি সাপোর্ট স্টাফদের নিয়ে পিচের চরিত্র টা বোঝার চেষ্টা করছিলো । তৃতীয় টেস্ট ফিরে আসছে বুমরাহ যা ইংল্যান্ড কে চাপে রাখবে ।