অক্টোবর ২৫ মধ্যে শেষ হচ্ছে আইডিবিআইয়ের বেসরকারি করণ

আইডি বি আই ব্যাঙ্কের এক আধিকারিক বলেন আগামী অক্টোবরের মধ্যে এই ব্যাঙ্কের বেসরকারি করণ প্রক্রিয়া শেষ হতে পারে বলে জানিয়েছেন ওই ব্যাঙ্কের এক আধিকারিক ।উল্লেখ্য গত তিন বছর আগে এই ব্যাঙ্কটি যৌথ ভাবে আগ্রহ পত্র চেয়েছিলো ব্যাঙ্কটির প্রোমোটার এলআই এবং কেন্দ্রীয় সরকার । জানা যাচ্ছে দুই পক্ষ সব মিলিয়ে নিজেদের ৬০.৭২% অংশীদারি বিক্রি করবে ।সূত্রের খবর বেশ কয়েকটি আগ্রহ পত্র জমা পড়েছে শিগ্রই আর্থিক দ্বরপত্র চাওয়া হবে ।