আগামী শনিবার ডার্বির আগে ইস্টবেঙ্গল দল নিয়ে চিন্তায় কোচ জর্জ

গতকাল কল্যাণীর মাঠে ইস্টবেঙ্গল এবং কাস্টমসের খেলার ফলাফল হলো ২-২। ১৭ মিনিটে কাস্টমসের খেলোয়াড় কে বক্সে ফাউল করে ১-০ গোলে এগিয়ে যায় কাস্টমস । ২১ মিনিটের মাথায় সৌরভ সেন ২-০ করে দেন । খেলার ৬১ মিনিটের মাথায় জেসিনের মাপা ক্রস থেকে হেড দিয়ে ২-১ ফলাফল করেন জড়ান। আর ৭১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল কে সমতা তে ফেরান প্রভাত লাকড়া । বর্তমানে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৫,শনিবার ডার্বি চিন্তায় বিনো জর্জ ।