পশ্চিমবঙ্গের ডাক দফতরের তরফে জানানো হয়েছে নতুন প্রযুক্তি চালু হওয়ার আগে ,আগামী দুই দিন পূর্ব কলকাতা -দক্ষিণ হুগলি ,দক্ষিন-দিনাজপুর আন্দামান ও সিকিমের ডাক ঘরগুলিতে শুধু স্বল্প সঞ্চয় প্রকল্প গুলিতে এবং সেভিংস একাউন্টে লেনদেন করা যাবে ।বন্ধ থাকবে মানি অর্ডার ,স্পিড পোস্ট ,রেজিস্ট্রি ও পার্সেলের মত বাকি সব পরিষেবা । জানা যাচ্ছে সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ৫ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গ সার্কেলের সব ডাক ঘরে চলবে পুরোদস্তুর ডিজিট্যাল লেনদেন ।