আজ ভারত কে জিতলে হলে করতে হবে ১৩৫ রান

গতকাল চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৬২.১ ওভারে ১৯২ রানেই শেষ হয়ে যায় । সর্বাধিক রান করেন রুট ৪০। ওয়াশিংটন ২২ রানে ৪ উইকেট নেন । বুমরাহ ৩৮ রানে ২ উইকেট নেন ।সিরাজ ৩১ রানে ২ টি উইকেট নেন । এই ছাড়াও রেড্ডি ও আকাশদ্বীপ ১ টি করে উইকেট নেন । দিনের শেষ ভারত ১৭.৪ ওভারে ৪ উইকেটে বিনিময়ে ৫৮ রান তোলেন ।ক্রিজে আছেন কেএল রাহুল ।