জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখতে ভারত আমদানি বাড়ালো রাশিয়া থেকে

ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা যখন বজায় রয়েছে ,সেই সুযোগে ভারত কৌশল গত কারণে রাশিয়া থেকে অশোধিত তেলের আমদানি বাড়ালো । সেই দেশ থেকে তেল আমদানি পৌছালো ১১ মাসের মধ্যে সর্বোচ্চ জায়গায় তে । বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিষশ্লেষণ কারী সংস্থা কেপলার জানাচ্ছে জুনে রাশিয়া থেকে ২০.৮ লক্ষ্য ব্যারেল তেল আমদানি করেছে দেশের শোধনাগার গুলি ,২০২৪ শালের জুলাইয়ের পরে এইটি সর্বোচ্চ ।