লর্ডসের তৃতীয় টেস্ট ভারত মাত্র ২২ রানে হারলো

গতকাল লর্ডসের তৃতীয় টেস্টের পঞ্চম দিনে , ভারতের প্রথম শ্রেণীর ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য
ভারত ২২ রানে হেরে গেলো ইংল্যান্ডের কাছে । একা জাদেজা ১৮১ বল খেলে ৬১ রানে নট আউট থাকে ।ভারতের ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানরা মিলিত ভাবে ৮৪ টা বল খেলতে পারলো।কিন্তু মিডল অর্ডার এবং প্রথম শ্রেণীর ব্যাটসম্যান দের ব্যর্থতা ভারত কে ডোবালো । ইংল্যান্ডের হয়ে ম্যান অফ দি ম্যাচ হন বেন স্টোকস ।