আগামী ২১ সে জুলাই মূল সভামঞ্চের ডায়াসের আসে পাশে মোতায়েন থাকবে ৪০-৫০ জন কমান্ডো ।আসে পাশের উঁচু বিল্ডিং গুলির ছাদ পুলিশের দখলে থাকবে । মূল মঞ্চের সামনে টা ১০ টি জোনে ভাগ করা হয়েছে । প্রতিটি জোনের দায়িত্বে থাকবে একজন ডিসি পদমর্যাদার অফিসার । ৫০০০ বেশি পুলিশ সারা শহর জুড়ে মোতায়েন থাকবে ।পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অফিসা রেরা ।