চাষে কি ভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমানো যায় বাঁকুড়া জেলার ১২ টি ব্লকে পাইলট প্রজেক্ট চালিয়ে সেই বিষিয়ে দিশা দেখাচ্ছেন আই আই টি মুম্বাইয়ের সিভিল ইঞ্জিনিয়ার গবেষক সুবিমল ঘোষ । তাকে সহায়তা করছেন , আই আই টি এম পুনের গবেষকরা । জানা যাচ্ছে এই গবেষণা তে চাষীরা বৃষ্টির জল কতটা পাবেন তা যদি আগাম জানতে পারেন তবে তা সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাবে ।