গতকাল নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে লোকসভা তে ভাষণ দিতে গিয়ে বলেন কোনো দেশের নেতাই
ভারত কে “অপারেশন সিঁদুর রোখার পরামর্শ দেন নি “। তিনি বলেন পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএম ও কে ফোন করে হামলা থামানোর প্রস্তাব দিয়ে বলেন “অনেক হামলা করেছেন,আমাদের আর হামলা সহ্য করার শক্তি নেই ,দয়া করে হামলা থামান । প্রধান মন্ত্রীর দাবি এর পরেই সংঘর্ষ বিরতি তে রাজি হয় ভারত ।