শুক্রবার দুপুরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সরকারি ভাবে ভারতের ফুটবল দলের কোচ হিসাবে খালিদ জামিলের নাম ঘোষণা করেছে ।গত সপ্তাহে ভারতের টেকনিক্যাল কোচ আইএম বিজয়ন জানিয়েছেন যে খালিদের নাম তিনি কোচ হিসাবে প্রস্তাবে রেখেছেন । জানা যাচ্ছে কমিটির অধিকাংশ সদস্য বিদেশী কোচের উপর ভরসা না করাতে খালিদের উপরেই ভরসা করা হচ্ছে ।পাশাপাশি বিদেশ কোচ রাখতে বিপুল অর্থ ব্যয় হয় ,উল্লেখ্য ১৩ বছর পর কোনো ভারতীয় কোচ ভারতের দায়িত্ব নিলেন ।