গতকাল দুপুর ১ টা ৪৫ মিনিটে খিড়গঙ্গা নদীর হরপাবানে তলিয়ে গেলো উত্তরকাশি ধারালো গ্রামটি ।সরকারি
ভাবে ৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ,তবে আশঙ্কা ধ্বংশ স্তুপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারে ।৯ সামরিক জওয়ান ও নিখোঁজ ।গঙ্গোত্রী যাওয়ার আগে এইটি শেষ জনপদ । হোটেল,রেস্তোরাঁ ,ও হোমস্টে সহ সব কিছু ধুঁয়ে মুচে সাফ ।প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য এই গ্রাম টি খুব জনপ্রিয় ছিল ।