গতকাল ১৩৪ তম ডুরান্ড কাপের শেষ আটে ওঠার লড়াইয়ে ,ইস্টবেঙ্গল ১-০ গোলে হারায় নামধারী স্পোর্টিং
ক্লাব কে । ইস্টবেঙ্গল এখন দুই ম্যাচে ৬ পয়েন্ট । শেষ ম্যাচ টি হারলেও তাদের কোয়ার্টারফাইনালে ওঠার বাঁধা নেই । খেলার ৬৮ টি মিনিটের মাথায় মিগুয়েলর কর্নার থেকে মাথা ছুঁয়ে একমাত্র গোল টি করেন হামিদ আহাদাদ । তার পরেও তিনি একটি সহজ সুযোগ হারান । ইস্টবেঙ্গলের হয়ে খেলা তে নামেন দুটি নতুন প্লেয়ার হামিদ এবং মিগুয়েল ।