ভোটার তালিকা তে গুরুতর গরমিলের অভিযোগে গত ৫ অগাস্ট , বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআর ও এবং ডাবলুবিসি এস অফিসার এবং ওই দুই কেন্দ্রের সহকারী এইআরও কে নিলম্বিত করে এই চারজনের বিরুদ্ধে ,শৃঙ্খলা ভঙের বিভাগিয় তদন্ত শুরু করতে বলেছিলো কমিশন ।এই ছাড়াও একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলা হয়েচিলো কমিশনে । এই বার কমিশন শুক্রবার চিঠি দিয়ে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে কমিশন কে জানাতে বলেছে ,সময় দেওয়া হয়েছে ১১ অগাস্ট বিকাল ৩ টা অব্দি ।