এক দিনের ক্রিকেটে বিশ্ব রাংকিংয়ে ভারত

এই বার থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যুক্ত হবে রাজ্যের মন্ত্রীরা । সম্প্রতি রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে, তাতে এক -একজন মন্ত্রী এক -এক জেলার কাজকর্ম দেখভাল করবেন । কোনো জায়গা তে একাধিক মন্ত্রী ও থাকতে পারে ।তবে কোনো মন্ত্রী কে নিজস্ব এলাকার দায়িত্ব দেয়নি রাজ্য সরকার । প্রতি সপ্তাহে এক বার শিবির গুলিকে অন্তত যেতেই হবে মন্ত্রী দের পাশাপাশি জেলা শাসক দের সঙ্গে সমম্নয় রাখবেন তারা ।