সীমান্ত বর্তী জেলাগুলিতে ভোটার তালিকা তে নাম তোলার ব্যাপক হিড়িক

কমিশনের তরফে জানানো হচ্ছে যে গত ১ লা মার্চ থেকে ৩১ সে মে অব্দি গোটা রাজ্যে নাম তোলার জন্য আবেদন পড়েছিল ২,৩৩,১৩০। সীমান্ত বর্তী এলাকা গুলিকে এই সংখ্যা ছিল ১,২৯,৪৬২ জন । কিন্তু ১ লা জুন থেকে ৭ অগাস্ট অব্দি ভোটারলিস্টে নাম তোলার জন্য আবেদন পড়েছে ১০ লক্ষ্য ৪,৬৬৬। সীমান্ত বর্তী জেলাগুলি তে এই সংখ্যা ৫লক্ষ্য ৮৩ হাজার ৪০। তার মধ্যে সব থেকে এগিয়ে উত্তর ২৪ পরগনা সেই খানে আবেদন পড়েছে ১,৩৭,৩২১।