আমেরিকা কে পিছনে ফেলে ভারতে উৎপাদন শুরু করলো বিশ্বের নামি দুই সংস্থা

বেঙ্গালুরু তে আপেলের হয়ে আই ফোন ১৭ তৈরি করা শুরু করলো করলো তাইওয়ানের কোম্পানি ফক্সকন । সূত্রের খবর ,ভারতের গ্রেটার নয়ডার কারখানা তে এই প্রথম ল্যাপটপ তৈরি করা শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসুং । ভারত কে উৎপাদনের হাব হিসাবে গড়তে চায় কেন্দ্র ।অথচ ডোনাল্ড ট্রাম্প চান তার দেশেই পণ্য করুক সংস্থা গুলি । এমত অবস্থায় বিশ্বের দুই বৃহৎতম সংস্থার ভারতে পণ্য উপাদান তাতপর্য পূর্ণ ।