দীর্ঘদিন পরে ইস্টবেঙ্গল পরাস্ত করলো মোহনবাগান কে ডুরান্ড কাপে

গতকাল সন্ধ্যা ৭ টা নাগাদ ডুরান্ড কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গল হারায় মোহনবাগান কে ২-১ গোলে । এই
দিন ইস্টবেঙ্গলের গোল করেন ডিয়া মানতকোষ । মরোক্কান ফরওয়ার্ড হামিদ আহদাদ চোট পেয়ে মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরে মাঠে নামেন দিমি । লেমন ব্রেকের ৭ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করেন, এবং দ্বিতীয় অর্ধের ৫২ মিনিটে বা পায়ের ভলি তে দ্বিতীয় গোল করেন । খেলার ৬৮ মিনিটের মাথায় মোহন বাগানের হয়ে গোল করেন অনিরুদ্ধ থাপা ।