ডুরান্ড জিততে মরিয়া ইস্টবেঙ্গল

আগামীকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার এফসির । ইস্টবেঙ্গল শিবির সেমিফাইনালের আগে রাশিদ কে দেশে ফেরাতে মরিয়া ।অপরদিকে ছোট পাওয়া মরোক্কোর খেলোয়াড় হামিদের ছোট নাকি খুব একটা গুরুতর নয় । অপরদিকে ইস্টবেঙ্গল সেমিফাইনালে ওঠার জাতীয় শিবিরে ডাক পাওয়া তিনি খেলোয়াড় আনোয়ার আলী ,জিকসন এবং মহেশ সিংহ কে ছাড়তে রাজি নয় । আগামী কাল সেমিফাইনাল জিতলে ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল ২৩ সে অগাস্ট ।