নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা আগামী লোকসভার ৭ দফা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন । ৫৪৩ টি আসনের লোকসভার ভোট গুলি হবে ১১ এপ্রিল ,১৮ এপ্রিল ,২৩ সে এপ্রিল ,২৯ সে এপ্রিল ,৬মে ,১২ মে ,১৯ সে মে। ২৩ সে মে হবে ফল ঘোষণা ,ওই একই ২৩ সে মে বিধান সভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ ,সিকিম ,অরুণাচল এবং ওড়িশা তে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...