নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা আগামী লোকসভার ৭ দফা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন । ৫৪৩ টি আসনের লোকসভার ভোট গুলি হবে ১১ এপ্রিল ,১৮ এপ্রিল ,২৩ সে এপ্রিল ,২৯ সে এপ্রিল ,৬মে ,১২ মে ,১৯ সে মে। ২৩ সে মে হবে ফল ঘোষণা ,ওই একই ২৩ সে মে বিধান সভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ ,সিকিম ,অরুণাচল এবং ওড়িশা তে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...