ভারতে শুরু হলো খালিদ জামিল অধ্যায় । গতকাল কাফা নেশনস কাপে ১৩৩ নম্বরে থাকা ভারত হারালো ১০৬ নম্বরে তাজাকিস্তান কে ২-১ গোলে ১৭ বছর পরে । ভারতের হয়ে দুটি গোল করেন আনোয়ার আলী এবং সন্দেশ ঝিনগন ,পরে পেনাল্টি বাঁচিয়ে নায়ক হন গুরপ্রতি সিংহ সাধু । খেলার ৫ মিনিটে মাথায় হেডে গোল করেন আনোয়ার আলী ,১২ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ঝিঙেন । তাজাকিস্তানের হয়ে গোল করেন সামিয়েভ । ৭০ মিনিটের মাথায় তাজাক পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়ে ওঠেন গুরপ্রীত ।














































