হাওড়ার দাসনগরে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ভগ্নপ্রায় ডাকঘরটি তুলে দেওয়ার চক্রান্ত করেছিল কিছু অসাধু প্রোমোটার,সঙ্গে কিছু কায়েমী সরকারি স্বার্থ । স্থানীয় এলাকার বাসিন্দা বিভাস হাজরা কেষ্টপদ গুইন ও প্রশান্ত ব্যানার্জির মত প্রবীণরা বলেন আমরা সব ডাক কর্তৃপক্ষের সাথে কথা বলে ডাকঘরটির পুনর্জন্মের ব্যবস্থা করি । এখানে ৩৫০০ বেশি গ্রাহক রয়েছে ।বহু প্রবীণ আসেন এখানে পেনশনের টাকা তুলতে ।এই ডাকঘর তো আমরা বন্ধ হতে দিতে পারিনা । ন্যাশনাল এসোসিয়েশনের অফ পেনসনার্স ও এই বিষয়ে সাহায্য করেছে ।















































