ভারতীয় ফুটবল জগৎের আইকন এবং সর্বভারতীয় টেকনিক্যাল কমিটির প্রধান আই এম বিজয়ন কোচ হিসাবে খালিদ জামিলের নাম প্রস্তাব করেছিল । বিদেশী কোচ নিয়োগের তীব্র বিরোধী তিনি । তিনি বলেন বিদেশিদের ভাষা সমস্যার জন্য খেলোয়াড় রা অনুশীলনের সময় ও টিম মিটিংয়ের সময় নিজেদের কথা বা সমস্যা বোঝাতে পারেনা কোচ কে । কিন্তু খালিদ জামিল খুব ঠান্ডা মাথার লোক ,ভাষা সমস্যা নেই,খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটা বার করার ক্ষমতা আছে। উল্লেখ্য গুরপ্রীত সিংহ সান্ধু । আগামী সোমবার ভারতের ম্যাচ ইরানের সাথে যার ফিফা রাঙ্কিং ২০।














































