নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম বঙ্গে ৪২ টি আসনে লোকসভা নির্বাচন হবে ৭ দফায় , ১১ এপ্রিল থেকে ১৯ সে মে পর্যন্ত । ১১ এপ্রিল হবে দুটি লোকসভা ,১৮ এপ্রিল তিনটি লোকসভা , ২৩ সে এপ্রিল হবে পাঁচটি , ২৯ সে এপ্রিল ৮ টি ,৬ ই মে সাতটি টি ,১২ ই মে আটটি ,১৯ সে মে নয়টি লোকসভা আসনে ,বিধানসভার উপনির্বাচন হবে কৃষ্ণগঞ্জ য়ে ২৯ সে এপ্রিল এবং উলুবেড়িয়া পূর্বে ৬ই মে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...