গতকাল তাজকিস্তানের মাঠে কাফা নেশন কাপের গ্রুপের খেলা তে ভারত ইরান কে হারালো ৩-০ গোলে । প্রথম অর্ধে খেলা টি অমীমাংসিত ছিল ।খেলার ৫৯ মিনিটে প্রথম গোলটি করেন আমির হোসেইন ,তার পরে দ্বিতীয়অর্ধে ৮৯ মিনিটের মাথায় গোল করেন আলী আর সংযুক্ত সময়ে গোল করেন তাড়েমি । খালিদ আক্রমনাত্বক খেলতে গিয়ে পরে দুটি গোল খান ।