অস্বাভাবিক ভাবে বাড়লো সোনা ও রুপোর দাম

গতকাল সোনা ও রুপোর দাম অনেকটাই বেড়ে গেলো ।পাকা সোনার দাম ২৪ ক্যারাট দাঁড়িয়েছে ১লক্ষ্য ৬ হাজার ৫০ টাকা ।গহনার জন্য হলমার্ক সোনা দাম হলো ১লক্ষ্য ১হাজার ৩০০। রুপোর বাট প্রতি কেজির দাম বাড়লো ১লক্ষ্য ২৩ হাজার ৮০০। খুচরো রুপো প্রতি কেজির দাম বেড়ে দাঁড়ালো ১লক্ষ্য ২৩ হাজার ৯০০।