সন্দেশ ঝিংণের ক্ষেত্রে সফল অস্ত্রোপচার

এফসি গোয়ার সিই ও রবি পুস্কার বলেন যে ভারতের ডিফেন্ডার এবং এফসি গোয়ার খেলোয়াড় সন্দেশ ঝিংণের সফল অস্ত্রোপচার হয়েছে ।ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে সন্দেশ সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা এবং সকল সাহায্য যাতে পায় তাতে এ আই এফ এফ একসঙ্গে কাজ করছে । তার সুস্থ্যতার দিকে নজর রাখছে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ।