উৎসব মরশুম শেষ হলেই আগামী মাস থেকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ,ভোটার তালিকা তে বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে ভাবছেন নির্বাচন কমিশন । গতকাল দিল্লি তে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দের সঙ্গে বৈঠকে এস আই আর প্রক্রিয়া শুরু আগে প্রাথমিক প্রক্রিয়ার কাজ চলতি মাসেই শেষ করে ফেলার উপর জোর দিয়েছে কমিশন । আশা করা যাচ্ছে সারা দেশে এস আই আর শুরুর আগেই ,সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিজেদের রায় দেবে ।