গতকাল আমির শাহী এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম খেলা তে ভারতের বিরুদ্ধে ১৩.১ ওভার ব্যাট করে ৫৮ রান তোলে। কুলদ্বীপ যাদব ২.১ ওভার বল করে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান ওফ দি ম্যাচ হন । শিবম দুবে চার রানে তিন উইকেট নেন । জবাবে ভারত ৪.৩ ওভার ব্যাট করে ১ উইকেটে ৬০ রান তোলে ,অভিষেক শর্মা করেন ৩০ আর শুভমান গিল ও সূর্যকুমার যাদব নট আউট থাকেন ২০ ও ৭ রানে ।