আজ এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান । ভারতীয় দল কে বলা হয়েছে বোর্ড ও কেন্দ্রীয় সরকরের নির্দেশ মত চলতে । গতকাল সাংবাদিক সম্মেলনে ভারতের সহকারী কোচ বলেন এটি খুব স্পর্শকাতর একটি ব্যাপার ।আমরা খেলা তেই মনোনিবেশ করবো সরকারের সব নির্দেশ মেনে । যত দূর জানা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে ভারত আক্রমণ শানাবে ।