রবিবার আবার ভারত বনাম পাকিস্তান

আগামী রবিবার এশিয়া কাপে আবারো মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান ।গতকাল এশিয়া কাপের গ্রুপ পর্বে মরণ বাঁচন লড়াই তে আরব আমিরশাহী কে হারিয়ে সুপার ফোরের টিকিট যোগাড় করলো পাকিস্তান । পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ১৪৬ রান করে ,ফকর করেন ৫০ রান । আমির শাহী ৭০.৪ ওভারে ১০৫ রানে সকলে আউট হয়ে যান ।