আগামী রবিবার এশিয়া কাপে আবারো মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান ।গতকাল এশিয়া কাপের গ্রুপ পর্বে মরণ বাঁচন লড়াই তে আরব আমিরশাহী কে হারিয়ে সুপার ফোরের টিকিট যোগাড় করলো পাকিস্তান । পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ১৪৬ রান করে ,ফকর করেন ৫০ রান । আমির শাহী ৭০.৪ ওভারে ১০৫ রানে সকলে আউট হয়ে যান ।