নতুন করে বাণিজ্য চুক্তি হচ্ছে ওমান ও ভারতের মধ্যে

গতকাল ভারতের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল্লাহ সালেহ জানান খুব দ্রুত ওমানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে চলেছে ভারত । তার ফলে দুই পক্ষই আরো বেশি পণ্য ও পরিষেবা কে আমদানি ও রফতানির তালিকা তে আনতে চায় ।চুক্তির আলোচনা শেষ ,আশা -আইনি ও সরকারি প্রক্রিয়ার শেষে শিগ্রই চুক্তি কার্যকর হবে ।