খুশির খবর ৭৮ দিনের বোনাস পেলো রেল কর্মচারীরা

গতকাল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন ,রেল প্রায় ১০ লক্ষ্য ৯১ হাজার নন গেজেটেড কর্মচারীকে ৭৮ দিনের বেতনের সমান বোনাস দেবে । সরকারের এতে খরচ হবে ১৮৬৬ কোটি টাকা ।সর্বোচ্চ বোনাসের পরিমান ১৭,৯৫১ টাকা । তিনি আরো বলেন যে রেল এই বছর প্রায় ১৬১৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে এবং ৭৩০ কোটি যাত্রী পরিবহন করেছে । কর্মচারীরা দ্বিতীয় দফার ডি এ ঘোষণা না হওয়া তে অসন্তুষ্ট ।