বাংলাদেশ কে হেলায় হারিয়ে ভারত উঠলো এশিয়া কাপের ফাইনালে

গতকাল দুবাইয়ের মাঠে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ কে পর্যদুস্ত করে ভারত ৪১ রানে জয়ী হলো এবং উঠলো ফাইনালে । ভারতের ব্যাটিং ও ফিল্ডিং য়ের ব্যর্থতা পুষিয়ে দিলো ভারতীয় বোলার রা ।প্রথমে ব্যাট করে ভারত ১৬৮ রান করে,অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রান করে ম্যান ওফ দি ম্যাচ হন ।জবাবে বাংলাদেশ ১৯.৩ ওভারে ১২৭ রান করেন । তাদের হয়ে সর্বাধিক রান করেন সাইফ ৬৯ (৫১) বলে ।