ছয় সদস্যের মুদ্রানীতি কমিটির বর্তমান মিটিং শুরু হয় ২৯ সে সেপ্টেম্বর যা শেষ হবে ১লা অক্টোবর ঘোষণার
মাধ্যমে । এই কমিটির চেয়ারম্যান আরবি আইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা । এই কমিটি বর্তমান পরিস্থিতি বিষশ্লেষণ করে রেপো রেট অথবা ব্যাঙ্ক গুলিকে ঋণ দেওয়ার হার স্থির করে ।এই বৈঠকে স্থির হয়েছে প্রতি ২ মাস পর পর এই কমিটি বৈঠকে বসবে পরিস্থিতি বিচার করতে ,আগামী বৈঠক হবে ৩-৫ ডিসেম্বর ২০২৫,আর পরবর্তী বৈঠক হবে ৪-৬ ফেব্রুয়ারী ২০২৬।