ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ চলছে নরেদ্র মোদী স্টেডিয়ামে

ভারতের হয়ে অধিনায়কত্ব করছে শুভমান গিল আর ওয়েস্টইন্ডিজের হয়ে অধিয়কত্ব করছেন রোস্টন চেজ ।
প্রথম দিনে ২১ ওভার ব্যাট করে ওয়েস্টইন্ডিজ করেছে ৪ উইকেট হারিয়ে ৮১ রান । ক্রিজে অপরাজিত আছেন সাই হোপ ২৪* এবং রোস্টন চেজ ১৫*। বুমরাহ একটি এবং সিরাজ ৩ টি উইকেট নিয়েছেন ।খেলা চলছে ।