নির্বাচন কমিশন জানালো বিহারে ভোট হবে আগামী ৬ এবং ১১ নভেম্বর ২০২৫

গতকাল দিল্লির ইলেকশান কমিশন আগামী ৬ এবং ১১ নভেম্বর (দুই দফা ) তে ২৪৩ টি আসনে ভোট গ্রহণ করার কথা বলেন । ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর । মনোনয়ন জমা দেওয়া শেষ দিন ১৭-২০ অক্টোবর। মোট ভোটার সংখ্যা ৭.৪২ কোটি ।শতায়ু ভোটারের সংখ্যা ১৪ হাজার । চিফ ইলেকশন কমিশনার জানান বিহারের ভোটের পরে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এস আই আরের প্রক্রিয়া শুরু হবে ।