আগামী জানুয়ারী মাস থেকে রেলমন্ত্রী যাত্রীদের জন্য সুখবর শোনালেন

আগামী বছর রেল যাত্রীদের জন্য নতুন নিয়ম আনতে চলেছে রেল কর্তৃপক্ষ । অনেক সময় আগে থেকে কাটা টিকিট বাতিল করতে হয় । সেই বাবদ কিছু টাকা কেটে নেয় রেল ,তবে সেই ঝামেলা এইবার থেকে মিটতে চলেছে ।রেল মন্ত্রী জানান আগামী জানুয়ারি ২৬ থেকে যাত্রীরা অনলাইনে নিশ্চিন্ত কনফার্ম ট্রেনের টিকিটের ভ্রমণের তারিক কনফার্ম করতে পারবেন কোনো অতিরিক্ত মূল্য ছাড়াই ।