বনগাঁ রানাঘাট শাখার ডাবল লাইন করার অনুমতি দিলো রেল-বোর্ড

অতি সম্প্রতি রানাঘাট –বনগাঁ শাখা তে ৩৯৬ কোটি টাকা ব্যয়ে ডাবল লাইন নির্মাণের অনুমতি দিলো রেলওয়ে বোর্ড ।পাশাপাশি লক্ষীকান্ত পুর থেকে নামখান অব্দি ৪৫.৫৬ কিমি পথে ডাবল লাইন তৈরির চূড়ান্ত অনুমতি দিলো বোর্ড ।একই ভাবে শিয়ালদাহ উত্তরে চাঁপাপুকুর -হাসনাবাদ শাখা তে ১৬.৫৪ কিমি পথের ও নির্দেশ দিয়েছিলো রেলওয়ে বোর্ড ।