দেশের বৃহ্যতম শিল্প সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিট মুনাফা ,জুলাই -সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে বেড়ে দাঁড়ালো ১৮,১৬৫ কোটি টাকা । যা এক বছর আগের তুলনাতে ৯.৬% বেশি । যদি বিগত এপ্রিল-জুনের ত্রৈমাসিকে তাদের লাভ হয়েছিল ২৬,৯৯৪ কোটি টাকা । মূলত ভোগ্য পণ্যের খুচরো ব্যবসা ,টেলিকম ও তেলের ব্যবসা ভালো হওয়াতে এই উন্নতি ।






