২৩ সে নভেম্বরের পরে দেশের প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

Sunplus

দেশের পরবর্তী ৫৩ তম প্রধান বিচারপতি হিসাবে সূর্যকান্তের নাম প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই । কেন্দ্রীয় আইন মন্ত্রক কে চিঠি দিয়ে বিচারপতি সূর্যকান্তের নাম প্রস্তাব করেছেন তিনি । আগামী ২৩ সে নভেম্বর অব্দি দায়িত্বে রয়েছেন গাভাই ।