মোদী তীব্র ভাষা তে আক্রমণ করলেন কংগ্রেস এবং পাকিস্তান কে নরেন্দ্র মোদী

On: Sunday, November 2, 2025 7:31 PM

বিহার বিধানসভা নির্বাচনে আরা জেলা তে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এক যোগে আক্রমণ করলেন কংগ্রেস এবং পাকিস্তান কে । তিনি কংগ্রেস কে কটাক্ষ করে রাজ্ পরিবার বলে বলেন ।যখন পাকিস্তানে অপারেশন সিঁদুর হচ্ছিলো তখন রাজ পরিবার তাদের ঘুম হারিয়ে ফেলেছিলো । তিনি বলেন এখন অব্দি কংগ্রেস অথবা পাকিস্তান কেউ অপারেশন সিঁদুরের আতঙ্ক থেকে বেরিয়েআসতে পারেনি ।তিনি বলেন ইন্ডি জোটের মধ্যে এমন দ্বন্দ্ব যে তারা পদপ্রার্থী হিসাবে তেজস্বী যাদব কে মানতে চাননা ।